দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ১২টা ৫ থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউদ্দিন আয়ানের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক , জাহাঙ্গীরের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’; ‘স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে, আগুন জ্বালো একসঙ্গে’; ‘সারা দেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই’; ‘রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’; ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে, কিন্তু হচ্ছে তার বিপরীত। মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবে অন্যথায় আমরা ছাত্র-জনতা তাকে গদি থেকে নামাতে বাধ্য হব।’
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু জনগণ যে আকাঙ্ক্ষা থেকে এই সরকারকে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের কাছে বলবো যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনও নির্দিষ্ট মহল বাধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নেন।’
পূর্বকোণ/আরআর/পারভেজ