চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

জুলাই হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্যদের ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যেই

অনলাইন ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে তিন-চারটির রায় অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে। এমনটি জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

 

‘এসব মামলায় শেখ হাসিনাসহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও আসামি আছেন,’ বলেন তিনি।

 

আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে এ পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে।’

 

‘এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে,’ বলেন তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে আইসিটি আদালতে একেকটি মামলায় গড় সময় লেগেছিল আড়াই বছরের বেশি। কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে, তাতে এক বছরের ভেতরেই মামলার রায় আসবে বলে আশা করছি।’

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট