রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় আসা ক্রেতাদের নিজেদের স্টলের দিকে ডাকাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ক্রোকারিজের কর্মচারীদের সঙ্গে আশিক ফ্যাশন ব্লেজারের স্টলের কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুই দোকানের কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিলেও বারবার সংঘর্ষে জড়িয়ে যায়। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় পুলিশসহ দুই উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হন।
নারায়ণগঞ্জ জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষে জড়ানো দুই দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়েছিল। বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
পূর্বকোণ/আরআর/এএইচ