ফিলিস্তিনি ছিটমহল গাজায় কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র আক্রমণ চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন।
সোমবার ইসরায়েলি বাহিনী গাজার সমুদ্র সৈকতের একটি জনপ্রিয় ক্যাফে, একটি স্কুল এবং খাদ্য ত্রাণ কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করেছে। তারা একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও বেশ কয়েকজনকে আহত করেছে।
আল জাজিরা জানিয়েছে, এদিনের এসব হামলায় গাজা সিটি ও ভূখণ্ডটির উত্তরাংশে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তর গাজার সমুদ্রতীরবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়ায় চালানো হামলায়ই ৩৯ জন নিহত হয়েছেন। এখানে নিহতদের মধ্যে নারী ও শিশুদের পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান হামলাটি চালিয়েছে।
সাংবাদিক, অধিকারকর্মী ও দূরবর্তী কাজ যারা করেন তাদের কাছে গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এই ক্যাফে খুবই সুপরিচিত। ক্যাফেটিতে ইন্টারনেট ছিল, বসে থাকা এবং কাজ করারও সুবিধা ছিল।
ইয়াহিয়া শরিফ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা লোকজনের ছিন্নভিন্ন লাশ দেখেছি। এই জায়গাটির সঙ্গে রাজনীতি বা সামরিক কারও কোনো সম্পর্ক ছিল না। একটি জন্মদিনের পার্টি উপলক্ষ্যে ক্যাফেটি শিশুসহ লোকজনে ভরা ছিল।”
বোমার আঘাতে ক্যাফেটি ধ্বংস হয়ে গেছে আর সেখানে মাটিতে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে।
পূর্বকোণ/এএইচ