চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

যুদ্ধবিরতির ঘোষণার মধ্যে ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৯, আহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৫ | ১:১৬ অপরাহ্ণ

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের গিলান প্রদেশে চারটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম।

এ হামলায় আশপাশের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে; আহত হয়েছেন অন্তত ৩৩ জন।

আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, হতাহতদের মধ্যে নারী ও শিশুসহ মোট ১৬ জন রয়েছেন।

এর আগে আজ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালায় ইসরায়েল।

ইরানের পাল্টা হামলায় দক্ষিণ ইসরায়েলের বিরশেবা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে চারজন নিহত হয়েছেন।

এছাড়া আরও ছয়জনকে হালকা থেকে মাঝারি আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম (এমডিএ)।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন