চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এক বন্ধুকে বাঁচাতে গিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৩ | ৪:০৪ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের প্রয়োগরাজে পানিতে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরও চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ থেকে ১৬ বছর বয়সী সাত কিশোর গঙ্গায় একসঙ্গে গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে গিয়ে একজন ডুবতে শুরু করলে অন্য চারজন আতঙ্কিত হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। পরে সেই চারজনও ডুবে যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসিপি (সিভিল লাইন) স্বেতাভ পান্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সাতজন কিশোরের মধ্যে দুই কিশোরকে জীবিত উদ্ধার করতে পেরেছেন স্থানীয়রা।

তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট