চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়: ম্যাথিউ মিলার

আন্তর্জাতিক ডেস্ক

৩ অক্টোবর, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম- সকলেই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। বাংলাদেশিরা যা চান, যুক্তরাষ্ট্র তা-ই চায়।’

সোমবার (২ অক্টোবর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে মন্তব্য করেন মিলার।

তিনি জানান, ভিসা সীমাবদ্ধতার যে নীতি ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে শুধুমাত্র সেটি নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র (বাংলাদেশের) কোনো বিশেষ দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন