চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্র হলো ‘মিথ্যার সাম্রাজ্য’: চীন

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৩ | ১০:৩৭ অপরাহ্ণ

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র হলো প্রকৃত ‘মিথ্যার সাম্রাজ্য’। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন প্রকাশের পর শনিবার সেটির সমালোচনা করে এ কথা বলেছে বেইজিং। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতি বছর তথ্য বিকৃত করতে শত কোটি ডলার ব্যয় করছে চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সেন্সরশিপ, তথ্য সংগ্রহ ও গোপনে বিদেশি সংবাদমাধ্যম ক্রয়ের মাধ্যমে বৈশ্বিক সংবাদমাধ্যমকে নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, তথ্য বারবার দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র হলো প্রকৃত মিথ্যার সাম্রাজ্য। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সরকার-নিয়ন্ত্রিত মিডিয়ার বিশ্বব্যাপী প্রভাব বাড়ানোর প্রচেষ্টা নিয়ে বিতর্কের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদন প্রকাশিত হলো। বেইজিং চীনের নেতিবাচক ভাবমূর্তির বিরুদ্ধে লড়াইয়ে সচেষ্ট। তারা মনে করে, চীনের বিরুদ্ধে এগুলো বৈশ্বিক মিডিয়ার প্রচারণা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট