চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বোমা হামলা

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৩ | ১০:০৫ অপরাহ্ণ

তুরস্কের আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে দুই ‘সন্ত্রাসী’ বোমা হামলা চালিয়েছেন বলে জানা গেছে। রবিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসীর একজন বিস্ফোরণে নিহত হন এবং অপরজনকে কতৃপক্ষ ‘নিষ্ক্রিয়’ করেছে।

 

এর আগে তুরস্কের গণমাধ্যম জানায়, পার্লামেন্ট ও মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকিয়া স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে বলে জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

 

মন্ত্রণালয় জানিয়েছে, ‘সকাল সাড়ে ৯টার দিকে দুইজন সন্ত্রাসী হালকা সামরিক যানে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সচিবালয়ের প্রবেশপথের সামনে এসে পৌছায় এবং বোমা হামলা চালায়।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন