চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ব্যথা নিয়ে হাসপাতালে, পেট থেকে বের হলো ইয়ারফোন-লকেট-আংটি!

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১২ অপরাহ্ণ

তীব্র জ্বর ও পেট ব্যথায় ভোগার পর গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তবে ওষুধেও এ ব্যথা না কমায় পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আর পরীক্ষা করে ওই ব্যক্তির পেটে বিভিন্ন ধাতব বস্তু দেখে আঁতকে ওঠেন চিকিৎসকরা।

পরে অস্ত্রোপচার করে ওই ব্যক্তির পেট থেকে ইয়ারফোন-স্ক্রুসহ বিভিন্ন রকম ধাতব বস্তু বের করা হয়।

এ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোগা শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পেটে ইয়ারফোন, নাটবল্টু, লকেট,বোতাম, চুলের ক্লিপ, চেইন, মার্বেল ও সেফটি পিন পাওয়া গেছে।

প্রায় ৩ ঘণ্টার অপারেশনের পর ওই ব্যক্তির পেট থেকে এই জিনিসগুলো বের করে আনা হয়। হাসপাতালের চিকিৎসক জানান, ২ বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন এই ব্যক্তি। এই রোগী যখন তার কাছে আসেন, তখন তিনি পেটে ব্যথা, জ্বর ও বমিতে ভুগছিলেন। যখন এক্সরে এবং স্ক্যান করা হয় তখন পেট ব্যথার কারণ জানা যায়।

তিনি জানান, তার কর্মজীবনে প্রথমবার এমন ঘটনা তিনি দেখেছেন। ওই হাসপাতালেও এই ধরণের ঘটনা এটিই প্রথম। তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর এই সব জিনিস বের করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই জিনিস পেটে থাকায় রোগীর অবস্থা ভালো নয়। রোগীর মানসিক সমস্যা ছিল। সেই কারণে গত কয়েক বছর ধরে একটি একটি করে ইয়ারফোন, আংটি গিলে ফেলেছিলেন তিনি। আর সেই কারণে তার পেটে সমস্যা দেখা দিয়েছিল।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন