চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

নিজস্ব প্রতিবেদক 

২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৮ অপরাহ্ণ

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’।

বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ অক্টোবর আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হবে।  দিনটি ২০০২ সাল থেকে আন্তর্জাতিক জানা অধিকার দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক নাগরিক সমাজের সমর্থকরা এটির বর্তমান রূপ ২০১২ সালে শুরু করেছিলেন।

দিনটি তৈরির জন্য ইউনেস্কোর রেজোলিউশনটিকে আফ্রিকার নাগরিক সমাজ গোষ্ঠী বৃহত্তর তথ্যের স্বচ্ছতা চেয়েছিল। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। দিনটি ২০১৫ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল এবং ২৮ সেপ্টেম্বর ২০১৬ এ প্রথম অনুষ্ঠিত হয়েছিল।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন