চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ১৯ দিনে হাসপাতালে ভর্তি ৪শ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় ভর্তি আরও ৪৩ জন

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গেল একদিনে নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনেই প্রায় চারশ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে বর্তমানে ১১৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বর মাসের ১৬ দিনেই সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই নারী। সর্বশেষ গত সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

 

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৮ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে চারজন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সাতজন, সিএমএইচ-এ দুইজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন এবং বেসরকারি হাসপাতালে চারজন ভর্তি হন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৬ জনে এসে দাঁড়িয়েছে। যারা সকলেই হাসপাতালে ভর্তি হন।

 

 

এদের মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসের গত ১৯ দিনেই হাসপাতালে ভর্তি হন ৩৮৮ জন। বর্তমানে ১১৪ জন সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরেই মৃত্যু হয় সাতজনের।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট