চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আজ ব্যাংকিং লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত

আজ ব্যাংক লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০২৫ | ৩:২৮ অপরাহ্ণ

রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার (৩০ জুন) সব ব্যাংকের শাখায় ব্যাংকিং কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণত ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ বাড়তি ২ ঘণ্টা অতিরিক্ত সময় পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। অর্থাৎ সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহক ব্যাংক লেনদেন করতে পারবেন।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতির কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব জমা দিতে পারেননি। এতে তাদের অতিরিক্ত জরিমানার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, তাই বাংলাদেশ ব্যাংককে ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

অপরদিকে, আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট