চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলের অংশগ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপী ইংরেজি বিতর্ক উৎসব সম্পন্ন

চবি সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে আয়োজিত সিইউ ডিবেট ফেস্ট ২০২৫ সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী এই ইংরেজি বিতর্ক উৎসবটি আয়োজন করা হয় ২৪ ও ২৫ জানুয়ারি।

 

প্রথম দিনের অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে চার পর্বের বিতর্ক প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। দ্বিতীয় দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে।

 

উৎসবে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর বিতার্কিক দল। রানার-আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিজনেস ডিবেটিং এসোসিয়েশন (এফবিডিএ)। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হিসেবে যুগ্মভাবে পুরস্কৃত হন বিইউপি’র আহনাফ কামরান তৌকি এবং সিইউএফবিডিএ’র সাবরিনা আক্তার। এছাড়া ফাইনাল রাউন্ডের সেরা বিতার্কিক নির্বাচিত হন আহনাফ কামরান তৌকি।

 

উৎসবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিইউডিএসের সাবেক সভাপতি মো. আব্দুস সামাদ হিমেল, ইপসার সহকারী পরিচালক মো. আব্দুস সবুর, সিইউডিএসের সভাপতি মারজুক-ই-ইলাহী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন।

 

উৎসবটি ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের আদলে ট্যাব ফরম্যাটে অনুষ্ঠিত হয়। এতে সারা বাংলাদেশের ২৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। দুইদিনের এ প্রতিযোগিতায় বিতার্কিক ও বিচারকসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিচারকার্য পরিচালনা করেন দেশসেরা বিচারকমণ্ডলী।

 

উৎসবের আহ্বায়ক মারজুক-ই-ইলাহী বলেন, সিইউডিএস ২৯ বছর ধরে যুক্তি-তর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে। বিতর্কের মাধ্যমে যুক্তিনির্ভর তরুণ সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

 

আয়োজনের আর্থিক সহায়তায় ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইপসা। মিডিয়া পার্টনার ছিল দৈনিক পূর্বকোণ। এছাড়াও বিভিন্ন সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিল কুড়মুড়ে, স্টারশিপ ম্যাংগো মিল্ক, নেসক্যাফে, ব্রেইনিজ্যাট, টিবিএস গ্র্যাজুয়েটস এবং এমবিএ এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব চিটাগাং (এমএইউসি)।

 

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণ সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট