চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজ
প্রতীকী ছবি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস (আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘শৃঙ্খলা ভাঙার আহ্বান: সবার জন্য প্রতিরোধ, চিকিৎসা ও নিরাময়’।

 

দিবসটি উপলক্ষে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল পৌনে ১০টা থেকে হোটেল সৈকতে শুরু হবে এসব কর্মসূচি।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট