চট্টগ্রামের বাকলিয়ায় আবদুল জব্বার (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে বাকলিয়ার বাগারবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার আবদুল জব্বার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটির মৃত নুর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, বগারবিল এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পূর্বকোণ/এএইচ