ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর কাজীর দেউড়ির ভিআইটি ব্যানকুয়েট হলে এই মাহফিল সম্পন্ন হয়।
ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
প্রধান অলোচক হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মুফতি আব্দুল হান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু ইউসুফ।
সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে আরো আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা মুহসিন ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমজান মাস। মহান আল্লাহ রাব্বুল আলামীন ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন তথা আল্লাহ ভীতি অর্জনের জন্য। আলোচকবৃন্দ কুরআন নাজিলের এ মাসে বুঝে বুঝে পবিত্র কুরআন অধ্যায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ উর্বর ও সম্ভাবনাময় একটি দেশ। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে এদেশ বারবার পথ হারাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য ও চবিত্রবান লোকদের নির্বাচিত করে দেশ পরিচালনার জন্য সংসদে পাঠানোর জন্য আলোচকবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পূর্বকোণ/জেইউ