চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আগ্রাবাদ পিডিবি অফিসে দুদকের অভিযান

দুইভাইকে বঞ্চিত করে অপ্রাপ্তবয়স্ক ভাইয়ের মৃত বাবার পেনশনের টাকা আত্মসাৎ

অনলাইন ডেস্ক

১৩ মার্চ, ২০২৫ | ৯:৫৮ অপরাহ্ণ

জালিয়াতির মাধ্যমে মৃত কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।বৃহ্স্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ সহকারী পরিচালক সাঈদ আলম অভিযানটি পরিচালনা করেন।

দুদক জানায়, ১৯৯৯ সালে চট্টগ্রাম পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি জেলার লোহাগাড়া উপজেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনীত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর। সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত দুই ছেলে দুদকে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবি কর্মকর্তাদের যোগসাজশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়।অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং এ সংক্রান্ত সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর অতি দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট