চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় চট্টগ্রামে ৪ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৩ মার্চ, ২০২৫ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৪ ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) পাহাড়তলী পাইকারি বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

এছাড়া ফিরিঙ্গী বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করেন।

এদিকে, বাকলিয়ার চাক্তাই পাইকারি চালের বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইমরান মাহমুদ ডালিম। এ সময় কৃষি বিপণন আইনে ৬ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট