চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

পতেঙ্গায় তরুণের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক 

১৩ মার্চ, ২০২৫ | ২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় মো. রিয়াদ (১৮) নামের এক তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন না‌জির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

নিহত রিয়াদ নাজিরপাড়া বদি মাস্টারে বাড়ির ওসমানের ছেলে।

 

স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা তাকে বকাঝকা করায় ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়‌টি নি‌শ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম জানান, খবর পেয়ে চট্টগ্রাম মে‌ডিকেলে আমাদের টিম পাঠানো হয়েছে। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা যাচ্ছে। ছেলেটি ভবঘুর টাইপের ছিল। তেমন কিছুই করতো না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট