চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৪ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৫ | ১০:৪০ অপরাহ্ণ

মূল্য তালিকা হালনাগাদ না থাকায় আতুরার ডিপো বাজারে ৪ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) চট্টগ্রাম মহানগরের বিবিরহাট ও আতুরার ডিপো বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার এবং সুমন মন্ডল অপু।

 

অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়কে গোজামিল ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায়  ৪ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট