চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার এলাকায় ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে পরিমাপের অপরাধে টেরিবাজারের জে এস প্লাজা নামের এক প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
ব্যবসায়ীদের বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস লাইসেন্স বিহীন নির্ধারিত পণ্য ক্রয় ও বিক্রয় হতে বিরত থাকার জন্য সতর্ক করেন অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সেতু।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার জারিন তাসনিম ও পরিক্ষক (মেট.) মো রাশেদ।
পূর্বকোণ/আরআর/পারভেজ