চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সিএমপির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন- ইপিজেড থানার আসামি মো. রুবেল (৩৫), আকবরশাহ্ থানার আসামি মো. সোহানুর রহমান (২৩), মো. আব্দুর রহমান (২৭), হালিশহর থানার আসাসি মো. নাঈমউদ্দিন (৪১), ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশফাকুর রহমান চৌধুরী (২৩), বন্দর থানার আসামি মো. আব্দুল হান্নান (৫৫), চান্দগাঁও থানার আসামি মো. ইরফান (২৩), মো. মুন্না (২০), জানে আলম (৫৫), ডবলমুরিং মডেল থানার আসামি মো. আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), মো. জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), মো. পারভেজ (২৮), মো. আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), পাঁচলাইশ মডেল থানার আসামি বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার (৫৬), মো. সুজন (১৯), পতেঙ্গা মডেল থানার আসামি ৪১ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর সওদাগর (৫৫), বাকলিয়া থানার আসামি মো. সুমন (২৫), রিনা দাশ (২৩), পাহাড়তলী থানার আসামি মো. কাউছার (৩৭), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. লিটন প্রকাশ মজুমদার (৪০), মো. জুয়েল (৩৩), সংঘাতে জড়িত শিশু ফয়সাল আহম্মদ (১৫), মো. মইন উদ্দিন মনির (২৬), চকবাজার থানার আসামি আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), সদরঘাট থানার আসামি মো. আজুল হক প্রকাশ বাবু (২৫), মো. মানিক (৩১), কোতোয়ালী থানার আসামি মো. হৃদয় (২৩), সোহেল রানা শাকিব (২১), খুলশী থানার আসামি মো. মহিউদ্দিন (৩৭), মো. রাজিব হোসেন প্রকাশ নাসির (২২), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫) ও কর্ণফুলী থানার আসামি মো. তারেক হোসেন (২৬)।
পুলিশ জানায়, এসব আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ এক বা একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/আরআর/এএইচ