বহদ্দারহাট এলাকায় গ্যাস পাইপ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।
বুধবার (১২ মার্চ) ভোর ৫টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। গতকাল মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় কেজিডিসিএল।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে:
কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, অলিখাঁ মসজিদের সামনের ও আশপাশের এলাকা।
পূর্বকোণ/ইব