চকবাজার ও কর্ণফুলি কমপ্লেক্সে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযানে ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) নগরীর চকবাজার এবং ২ নম্বর গেট এলাকার কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, শাকিব শাহরিয়ার, তামজীদুর রহমান ও ইজাহারুল আহম্মেদ শিহাব।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, মুদি দোকান, তেলের দোকান, কাঁচা বাজার, ফলের দোকান এবং মাংসের দোকানসমূহে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়, বেশি দামে পণ্য বিক্রি ও মোড়কজাতকরণের যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৪ দোকানিকে ১২ হাজার টাকা এবং কর্ণফুলী কমপ্লেক্সে ৬ দোকানিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা।
পূর্বকোণ/আরআর/পারভেজ