চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কোতোয়ালীতে সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ও তার তিন বছর বয়সী সন্তান দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে নন্দনকাননের ৩ নম্বর হোসেন মঞ্জিল গলির উকিল বাবুর ভবনে এ ঘটনা ঘটে।

 

আহত দুজন হলেন- ওই ভবনের বাসিন্দা মো. কায়সারের স্ত্রী নাসরিন (৩২) ও ছেলে আব্দুল্লাহ আল তায়িফ (৩)।

 

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য মো. সবুজ জানান, নন্দনকানন এলাকায় নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন। রাত সাড়ে ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বার্ণ ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছেন। সেখানেই তাদের ভর্তি করা হয়।

 

দগ্ধ নাসরিনের ভাগিনা মো. ইদ্রিস দৈনিক পূর্বকোণকে বলেন, ‘তাদের অবস্থা খুবই গুরুতর। আমার আন্টির শরীরের ৯০ শতাংশ ও ভাগিনার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট