চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

জেলা প্রশাসনের অভিযান : ৫ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক

১০ মার্চ, ২০২৫ | ৭:৫৪ অপরাহ্ণ

জেলা প্রশাসনের অভিযানে নগরীর ৫ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।

 

অভিযানে তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও  মো. আসিফ জাহান সিকদার। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের বিভিন্ন লাইসেন্স না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২ দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

একই দিনে বহদ্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এসময় দোকানে প্রদর্শিত মূল্য তালিকার দরের চাইতে বেশি দরে লেবু বিক্রির কারণে ১ দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে পাহাড়তলী ও অলংকার মোড়ের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ দোকানিকে  ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট