চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কাজীর দেউড়ি ও চকবাজারে ৮ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক

৯ মার্চ, ২০২৫ | ১০:০৮ অপরাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি ও চকবাজারে ৮ দোকানিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৯ মার্চ) নিত্যপণ্যের বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়। কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা ও চকবাজার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

 

কাজীর দেউড়ি বাজারে অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় ভোজ্যতেল ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রয়, পণ্যের মোড়ক ঠিকমতো না থাকার অভিযোগে ৩ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে মহানগরীর চকবাজার কাঁচা বাজারে অভিযান চলাকালে ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে  ৫ দোকানিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট