চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

আতুরার ডিপোতে গুদাম-দোকানের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

৯ মার্চ, ২০২৫ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের উত্তর গেটসংলগ্ন কয়েকটি গুদাম এবং কাঁচা মালের আড়তের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। রবিবার (৯ মার্চ) দুপুর তিনটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক। 

 

তিনি বলেন, বিকাল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। এখনও কিছু কিছু দোকানে আগুন দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণে আসার পর ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে আগুনে কয়েকটি গুদাম ও দোকান পুড়ে গেছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট