চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

৯ মার্চ, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টা থেকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- মো. তরিকুল ইসলাম (২৭), নুরুল কবির (৪২), মো. ইমাম হোসেন রাহাত (২০), মো. মনজুর (৫৫), মো. শাহেদ (৩৩), মো. সেকান্দর (৩১), কবির হোসেন (৩৯),মো. শাহাবুদ্দিন (৩৫), মো. জিসান (২২), মো. মামুন মিয়া (২০), মো. রাশেদ প্রকাশ রাহুল (২২), মো. মুছা (৪০), শাহ আহম্মেদ ওরফে বাহার, মো. সাগর (২৪), মেহেদী হাসান (২২), মো. মিশু (৩৬), মো. হোসেন (২৬), মো. ইউনুছ নবী (১৯), মো. সোহেল (৩২), মো. জাকির হোসেন বাপ্পি (২৭), শুভ দে (২৬), মো. রাশেদ (৩৪), মো. ফারুক (২৪), মো.আব্দুল আউয়াল (৩০), মো. আব্দুল রহিম (১৮), সৈয়দ আবেদ হোসেন (৪৫), ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ সংগঠক মো. জাহিদ হারুনী প্রকাশ ডাইল জাহিদ (৪৪), কর্ণফুলী থানার চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক (৩৮), মো. জহির ইসলাম (২৭), মো. রাজু (২০), আবিদ হাসান উজ্জল (৩২), মো. শাকিল (২০), সুভাষ দাশ (৩৭), আলী আকবর সায়মন (২৫), মো. শাহজাহান (১৯), মো. সিফাত  হোসেন (২০), মো. জুয়েল (২১), মো. আব্দুল কাদের (৩৫) ও মো. ইব্রাহীম (৩৯)।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

পূর্বকোণ/পিআর /এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট