চট্টগ্রামে বিভাগীয় শ্রমিক দলের শোকসভায় যমুনা টিভির ভিডিও জার্নালিস্টকে লাঞ্চিতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে টিজেএসি। শনিবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে বিভাগীয় শ্রমিক দলের একটি সভার সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।
সভায় হট্টগোল ও মারামারির ছবি ও ভিডিও চিত্র ধারণের সময় স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির সুজন চন্দ্র দাশকে লাঞ্চিত করা হয়েছে। এসময় আমাদের সহকর্মীর কাছ থেকে ভিডিও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও চালানো হয়েছে।
টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আমরা মনে করি এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। নিজেদের মারামারির রোষ গণমাধ্যমকর্মীদের উপর তুলে ক্ষোভ মেটানোর এই চেষ্টা অনভিপ্রেত। এ ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এসোসিয়েশন।
পূর্বকোণ/পিআর