চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার কাজ করতে গিয়ে ওয়াসার প্রধান সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে ওয়াসার ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের কাজ করছে পিজিসিবি। এ প্রকল্পের আওতায় পাহাড়তলী সাগরিকা মোড়ে কাজ চলছিল। এ সময় বড় ড্রিল মেশিনের আঘাতে সঞ্চালন লাইন ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে।
ওয়াসা জানিয়েছে, পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে।
আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে ওয়াসা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত মেরামতের কাজ চলছে।
ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়নে কাজ করছে পিজিসিবি। এরা যে ঠিকাদারকে কাজ দিয়েছে তার মূল ঠিদাকারও কাজ করছেন না। তারা আবার তাদের সাব ঠিকাদারকে কাজ করতে দিয়েছে। এদের চট্টগ্রামে কোন অফিসও নেই। আমরা তাদের সব চিঠিপত্র, নকশা দিয়েছি। কিন্তু গতকাল রাতে আমাদের না জানিয়ে কাজ শুরু করে দেয় তারা। মূলত বড় ড্রিল মেশিনের আঘাতে প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ