চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের বাজারে অভিযান, সাড়ে ২৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

৭ মার্চ, ২০২৫ | ৭:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচাবাজার, ব্যাটারি গলি বাজার ও ফইল্যাতলী বাজারে অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

আজ শুক্রবার (৭ মার্চ) রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

 

বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস এবং ইজহারুল আহম্মেদ শিহাব। ব্যাটারি গলির বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পতেঙ্গা সার্কেল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এবং ফইল্যাতলী বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), আগ্রাবাদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান।

 

অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় বহদ্দারহাট কাঁচাবাজারে তিনটি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এদিকে ব্যাটারি গলি বাজারে অভিযান পরিচালনা করে তিনটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

একই দিনে নগরীর ফইল্যাতলী বাজারে অভিযান চালিয়ে ৩টি মামলায় একজনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট