চট্টগ্রামের চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টায় বহদ্দারহাট বহদ্দার বাড়ি পুকুর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার মনিরুল ইসলামের ছেলে মো. সবুজ আহাম্মদ (২২) ও তার সহযোগী কক্সবাজারের আবদুল মান্নানের ছেলে মো. সোহেল (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নগরীর বহদ্দার বাড়ি পুকুর পাড় এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বকোণ/এএইচ