চট্টগ্রাম মহানগরের বিভিন্নস্থানে জেলা প্রশাসনের অভিযানে ৯ দোকানিকে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) নগরের কাজীর দেউরি কাঁচাবাজার, কালামিয়া বাজার ও আতুরার ডিপো বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন এবং তামজীদুর রহমান। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্যতালিকা হালনাগাদ না থাকায় ৩ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকলিয়া, কালামিয়া বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় ভোক্তা অধিকার আইনে ৫ দোকানিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
একইদিনে নগরীর আতুরার ডিপো বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। অভিযান চলাকালে ওজন ও পরিমাণ মানদণ্ড আইন লঙ্ঘনের অপরাধে একটি মামলায় এক দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পূর্বকোণ/আরআর/এএইচ