চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ডা. শাহাদাতের নির্বাচনী গাড়ি ভাঙচুর মামলায় সাজ্জাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

৬ মার্চ, ২০২৫ | ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় এক আসামি ইব্রাহিম চৌধুরী সাজ্জাদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৫ মার্চ) রাতে নগরীর হালিশহরের পানিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, সাজ্জাদ ডা. শাহাদাত হোসেনের প্রচারণায় গাড়ি ভাঙচুরসহ নাশকতার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। এছাড়া সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় এবং পাহাড়তলী থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সাজ্জাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট