বায়েজিদ থানার বাংলাবাজার ইউনিট যুবলীগের কর্মী ইব্রাহিম খলিল রাজুকে আটক করে পুলিশে দিল জনতা। বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আটক ইব্রাহিম খলিল রাজু বাংলাবাজার গুলশান ব্যাংক পাহাড় এলাকার আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে।
আটকের বিষয়টি বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ