রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে নগরীর চারটি বাজারে অভিযান চালিয়ে ১৩ ব্যবসায়ীকে সাড়ে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ মার্চ) নগরীর চকবাজার, বড়পুল বাজার, পাহাড়তলী বাজার এবং পুরাতন পোর্ট বাজারে চলমান মোবাইল কোর্ট চলাকালে এই জরিমানা করা হয়।
চকবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, ইজাহারুল আহম্মেদ শিহাব এবং মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া হালিশহরের বড়পুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান, পাহাড়তলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং বন্দর পুরাতন পোর্ট মার্কেট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, কাঁচা বাজার, ফলের দোকান এবং মাংসের দোকানসমূহে মূল্য তালিকা না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ ও মোড়কজাতকরণের যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৫ দোকানিকে মামলায় সর্বমোট ১৪ হাজার ৫০০ টাকা, বড়পুল বাজারে ৪ দোকানিকে ৯ হাজার টাকা, পাহাড়তলী বাজারে ২ দোকানিকে মামলায় ৪ হাজার এবং পুরাতন পোর্ট বাজারে ২ দোকানিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ