চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বেশি দামে ভোজ্যতেল বিক্রি করলে ব্যবস্থা : ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক

৫ মার্চ, ২০২৫ | ৭:১৭ অপরাহ্ণ

নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্যতেল বিক্রি বা মজুতদারির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (৫ মার্চ) নগরের কাজীর দেউড়ি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  চৈতী সর্ববিদ্যা।

 

মেয়র জানান, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট