চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় চান্দগাঁও থানাধীন ওসমানিয়া পুলের গোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো-কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মাস্টার বাড়ি এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. শাহিন কবির (২৭) ও বাহির সিগন্যাল চৌধুরী পাড়ার আলী আজম খাঁনের ছেলে জাওয়াদুল করিম খাঁন (২০)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ৬ নভেম্বর চান্দগাঁও থানায় চুরির মামলা দায়ের হয়। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর