চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল-মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহামুদুল ইসলাম মুন্না (৩৫), মো. শাকিল (২৩), আবদুল হামিদ ওরফে রিপন (৩৬), সাকিব আলম ওরফে মিনহাজ উদ্দিন সাকিব (২০), মো. মোর্শেদ আলম (৩৫), মো. জুয়েল, মো. রিপন (৪৫), মো. নগেন (২০), ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক মো. জসিম উদ্দিন (৪৩),আহমেদ (৪৪), মো. ওয়াহিদুল আলম প্রকাশ বাবু, মো. আরমান (৪০), মেহেদী হাসান আকাশ (২২), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৩), মো. ইদ্রিস (২৭), মো. অন্তর প্রকাশ মেহেদী হাসান হৃদয় (২১), ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে আরাফাত হোসেন সাদ্দাম (৩৩), মো. শামীম (১৪), সাইমুন (১৫), আবুল কালাম আজাদ (৫৮), মো. ইউনুছ ইসলাম প্রকাশ তারেক (২৫), দিদার (৪২), চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন বিষয়ক সম্পাদক অনিক দাশ প্রকাশ নিঝুম (৩১), বেলাল প্রকাশ পানি বেলাল (৪২), মো. শাকিল (২৫), কর্ণফুলী থানার জুলধা ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আব্দুস শুক্কুর প্রকাশ সুমন (৩০) ও মো. জনি (৩০), মো. সোহেল (২১), হাসান (২০),মো. সুমন (২৬), জুয়েল দাস (৩০), মো. রাব্বী (২৪), মো. রাসেল সর্দার (৩২), মোহাম্মদ আলী (৩০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৪ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
পূর্বকোণ/পিআর