চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি

ইতিবাচক হিসেবে দেখছে চট্টগ্রাম বিএনপি

মোহাম্মদ আলী

৫ মার্চ, ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ

২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন হাওয়া বইতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে দেশের মানুষের মাঝে বিস্তর আলোচনা চলছে।

 

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। সেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। নতুন রাজনৈতিক দল রাজনৈতিক মাঠে কতটুকু সফলতা পাবে কিংবা আগামী নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। এ নিয়ে বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

 

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) স্বাগত জানান বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, দলটি পাহাড়সমান শক্তি নিয়ে আগামীদিনে রাজনীতি করবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

এ্যানি বলেন, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসেছে। এরইমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, বিশেষ করে বিগত ১৫-১৬ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী যে শাসক ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। সর্বশেষ জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতা মিলে একসঙ্গে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি।

 

দেশের বর্তমান সংকট ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমান ষড়যন্ত্র মোকাবেলায় এই মুহূর্তে প্রয়োজন সুদৃঢ় ঐক্য। যে ফ্যাসিবাদী শক্তি এখনও দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত, তাকে মোকাবেলা করতে হবে। আমাদের ঐক্য নষ্ট করতে ফ্যাসিবাদীরা লুটের টাকায় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

 

বিএনপির এই নেতার মতে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ৫ আগস্টের আগে আমাদের মধ্যে যে ঐক্য ছিল, তার চেয়ে বেশি দৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে মতানৈক্য থাকতেই পারে; কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমার বিশ্বাস, আমাদের এই তরুণরা আগামীদিনে পাহাড়সমান শক্তি নিয়ে রাজনীতি করে।

 

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মতো একই সুরে কথা বলেছেন চট্টগ্রামের বিএনপি নেতারাও। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ দৈনিক পূর্বকোণকে বলেন, জনগণের লক্ষ্য পূরণে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে ভূমিকা রাখবে- সে প্রত্যাশা সবসময় থাকবে।

 

একই প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ হালিম দৈনিক পূর্বকোণকে বলেন, নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক পথে হাঁটবে- এ প্রত্যাশা থাকবে সবসময়।

 

প্রসঙ্গত, ১৫১ সদস্যের কমিটি নিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে। তরুণদের নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক হন নাহিদ ইসলাম। দলটির সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম-সদস্যসচিব পদে রয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা।

 

মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল পদে রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদে রয়েছেন সারজিস আলম। মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম-মুখ্য সমন্বয়ক পদে আবদুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করবেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট