সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগের অভিযানে জালজালিয়াতির মাধ্যমে অসত্য ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানোর মাধ্যমে বিদেশী মদ আমদানি করে খালাসের অপচেষ্টা কারী চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ গতকাল সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতারের দোহা পালানোর সময় মো. আশরাফ হোসেন রাজু (৩৫) ও ফেনীর সদর থানা এলাকা থেকে খায়েজ আহম্মেদহে আরিফকে (৩০) একই দিন রাত অনুমান ১০টার সময় গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, মানি লন্ডারিং, চোরাচালান সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/ আরআর