বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে। তাই জামায়াত শিবিরের নেতাকর্মীদের জনগণের সেবা ও সমস্যা সমাধানে এগিয়ে আাসতে হবে। তিনি ছাত্রদেরকে দাওয়াতের ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহবান জানান। জনশক্তিকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত তুলে ধরতে হবে।
মঙ্গলবার বিকেলে ছাত্রশিবির ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় ইফতারপূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফছার উদ্দিন চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নূর, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ড. মাহবুবুর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি আবু তালেব, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ আলমগীর ভূইয়া, আহমদ খালেদুল আনোয়ার, আব্দুল গফুর, মাহবুবুল হাসান রুমি, ছাত্রশিবিরের নগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, নগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, শিবির নেতা আমিরুল ইসলাম তুহিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। এদের ব্যাপারে কোনো ছাড় নাই। ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ