চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

চট্টগ্রামে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

৪ মার্চ, ২০২৫ | ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিদেশি মুদ্রার প্রদান করে ১ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮১টি ওমানি পয়সা ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. জয়নাল আবেদীন (৪১), মো. জাহান হোসেন সুমন (৩৫), মো. এয়ার হোসেন রানা (৪২), মো. মিজানুর রহমান (৩৫)।

 

মঙ্গলবার (৪ মার্চ) খুলশী থানাধীন শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার। তিনি জানান, জিইসি মোড় এলাকায় মেজবাউল আজম নামে এক যুবককে বিদেশি মুদ্রা প্রদান করে ১ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয় এক চক্র। এ ঘটনায় প্রতারিত ব্যক্তি থানায় অভিযোগ করলে আজ খুলশী থানাধীন শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮১টি ওমানি পয়সা ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট