চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ডা. ইফতিখারের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২৫ | ৫:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ইফতিখার হোসেন খানের পিতা অবসরপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাফ্ফর আহমদ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন।

 

মৃত্যুকালে অবসরপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাফফর আহমদ খান তিন ছেলে, ছয় নাতি-নাতনি, এক পৌত্রী ও স্ত্রী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে মো. বখতিয়ার হোসেন খান কানাডা প্রবাসী। তৃতীয় ছেলে অধ্যাপক ডা. মো. ইফতিখার হোসেন খান চমেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান।

 

এদিকে, মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর নগরীর কাতালগঞ্জ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ আছর নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া মুরাদনগরের পাঠান বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট