বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ মার্চ) সকালে নগরীর বন্দর থানার স্টিলমিল কাঁচাবাজারে নিয়মিত তদারকি কার্যক্রমে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
অভিযানে ক্রেতার কাছে ৩৫০ টাকার ২ লিটার সয়াবিন তেল ৩৬০ টাকা বিক্রি করার অপরাধে মেসার্স নূর স্টোরকে ৪ হাজার টাকা, একই অপরাধে মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স ইমন স্টোরকে ৩ হাজার টাকা, কাকন মিয়ার মাংসের দোকানকে ৩ হাজার টাকা, বাবুল সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ