মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে পৃথক ৩ মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ মার্চ) দুপুরে নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ জেলা প্রসাশনের অভিযানে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার এই জরিমানা করেন।
এছাড়া জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন। এসময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা তেলের ব্যবসায়ীদের সঙ্গে আগামীকাল ৪ মার্চ বৈঠক করব। মধ্যস্বত্বভোগীরা যাতে বাজারে তেল সংকট তৈরি করতে না পারে, সেজন্য সিটি করপোরেশনের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালাব। আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সকল পণ্যসামগ্রী রাখতে চাই।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মো. ইসরাফিল জাহান, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার, সুমন মণ্ডল অপু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম প্রমুখ।
পূর্বকোণ/আরআর/পারভেজ