মোড়কে পণ্যের মূল্য উল্লেখ না থাকা ও হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে তিন দোকানিকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম খাতুনগঞ্জে পাইকারি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রসাশনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সুমন মন্ডল অপু ও মো. আসিফ জাহান শিকদার।
এছাড়াও অভিযানে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম বিএসটিআইয়ের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ