চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১টা থেকে রবিবার (২ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল-মো. মানিক (৪৩), মো. আক্কাশ প্রকাশ মিন্টু, অভয় দত্ত (৩৯), মো. জাহিদুল ইসলাম কায়সার (৪২), মো. নুর নবী (৩৮), মো. রফিকুল ইসলাম (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. শাহীন আলম (২৬), মো. বাবুল শেখ প্রকাশ বাবু (২৯), মো. আব্দুল করিম (১৯), মো. আব্দুল বাবু (১৯), মো. সাঈদ (২০), মো. বাদশা (১৯), আকরাম (৫৩), বন্দর থানা ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. ছালে জংগী (৬০), ইপিজেড থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. মহিউদ্দিন (৩০), মো. মহিউদ্দিন (৪৫), কর্ণফুলী থানার চর পাথরঘাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আবুল কালাম রকি (৩২), নিজাম উদ্দীন রুবেল (৩৫), মো. রাকিব হাসান বাবু (২৭), আবদুল্লাহ আল সায়েম রাব্বী প্রকাশ সোহেল (২৫), মো. মঈন উদ্দিন (২৫), মো. আসিফ (২০), মো. সাহেদ (২৬), মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার (২৮), মোহাম্মদ আকবর (২২), মো. ইমরান (১৯) ও মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০), ও ৩১। সাজ্জাদ হোসেন রায়হান (২০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩১ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
পূর্বকোণ/পিআর